AM-ACCOUNTANCY-SERVICES-BBB

পংকি খানের মৃত্যুতে বিশ্বনাথে শোকের ছায়া, জানাযা রোববার

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ১১ - ২০২২ | ৯: ০৬ অপরাহ্ণ

ponkhi khan

নিজস্ব প্রতিবেদক :: ৭১’র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিশ্বনাথ সরকারি কলেজসহ অসংখ্য প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, উপজেলার সর্বজন শ্রদ্ধেয় প্রবীন মুরব্বী আলহাজ্ব পংকি খানের মৃত্যুতে বিশ্বনাথে শোকের ছায়া নেমে এসেছে।

সদাহাস্য উজ্জল ব্যক্তিত্ব পংকি খানের মৃত্যুর খবর বিশ্বনাথে আসার সাথে সাথে স্তব্দ হয় উপজেলার সর্বত্র। ছোট-বড় সকলেই প্রিয় মানুষের মৃত্যুর সংবাদ শুনে প্রথমেই দীর্ঘশ্বাস ছাড়ছেন। জনতার পংকি খান আর জনতার মাঝে নেই, ওই কঠিন বাস্তবতা মেনে নিতে একাধিক বার চিন্তা করতে হচ্ছে।

আগামীকাল রোববার (১২ জুন) দুপুর আড়াইটার সময় পৌর শহরের দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা (আলীয়া মাদ্রাসা) প্রাঙ্গনে মরহুম আলহাজ্ব পংকি খানের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এদিকে পংকি খানের মৃত্যুতে নিজের প্রতিষ্ঠিত আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী কর্তৃপক্ষ ৩ দিনের শোক প্রকাশ করেছেন।

আরো সংবাদ