AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথের খাজাঞ্চীতে সীরাতুন্নবী (সাঃ) পরিষদের বিক্ষোভ সমাবেশ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ১০ - ২০২২ | ৬: ৩৯ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিশ্বনাথের খাজাঞ্চীথে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা উপজেলার খাজাঞ্চী ষ্টেশন বাজারে সীরাতুন্নবী (সা.) পরিষদ খাজাঞ্চীর উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সংগঠনের আহবায়ক মাওলানা জামাল আহমদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন লামাকাজী দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মালিক, জামেয়া মাদানীয়া বিশ্বনাথের সাবেক মুহাদ্দিস মাওলানা আব্দুস সোবহান, খাজাঞ্চী রেলওয়ে ষ্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আব্দুর রহমান, মাওলানা সাইফুর রহমান সাইফী, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব রাজু।

সমাবেশে বক্তারা বিজেপি নেতা নুপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের কটূক্তির তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং তাদের দৃষ্টান্ত মূলক শাস্তিসহ ভারত সরকারকে ক্ষমা প্রার্থনার দাবি জানান। এছাড়াও বাংলাদেশ সরকার অবিলম্বে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপনের দাবি জানানো হয় এবং ভারতীয় পণ্য বর্জন করার হুশিয়ারী দেন।

মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতা আফতাব আলী, শওকত আলী, রাজু আহমেদ, সিরাতুন্নবী (সা.) পরিষদ হাফিজ সায়ীদ ফখরুল ইসলাম, সদস্য সচিব নিজাম উদ্দিন সিদ্দিকী, সদস্য, আবদুল কাইয়ুম, মাওলানা আব্দুল কাদির, আখতার হোসাইন, আঞ্জুমানে আল-ইসলাহ নেতা মাওলানা জামাল উদ্দিন, কামরান আহমদ, সমাজ সেবক আফসান মিয়া, ব্যবসায়ী সামছুল ইসলাম, নজরুল ইসলাম,আলী আহমদ শামীমসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ