বিশ্বনাথনিউজ২৪ :: ভারতে সম্প্রতি বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর কটুক্তির প্রতিবাদে বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আল-ইসলাহ। বিশ্বনাথ কামিল মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসিয়া সেতুর উপর পথসভায় মিলিত হয়।
সভায় বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) নিয়ে কটুক্তি করায় বিশ্ব মুসলিমের হৃদয়ে রত্তক্ষরণ হয়েছে। মহানবী (সা.) নিয়ে কটুত্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে বিশ্ব মুসলিম সম্প্রদায় ভারতকে বয়কট করবে। বক্তারা আরো বলেন, বিশ্বের সকল মুসলিম রাস্ট্র ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ভারতীয় পর্ণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। অথচ ৯০ ভাগ মুসলমানের দেশ হিসেবে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এখনো কোন প্রতিক্রিয়া জানানো হয়নি, যা এদেশের মুসলমানদেরকে ব্যথিত করেছে। বক্তারা অনতিবিলম্বে কটুত্তির প্রতিবাদ ও নিন্দা জানানোর জন্য সরকারের প্রতি আহবান জানান।
উপজেলা আল-ইসলাহ’র সভাপতি অধ্যক্ষ মাওলানা আকতার আলীর সভাপতিত্বে ও উপজেলা তালামিযের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সাঈদের পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা আল-ইসলাহ’র অর্থ সম্পাদক তালুকদার ফয়জুল ইসলাম, সিলেট জেলা তালামিয়ের সাবেক অর্থ সম্পাদক চৌধুরী আলী আনহার শাহান, বিশ্বনাথ পৌর আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মো. শাহজাহান ও সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন।
মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ’র সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আকমল হোসাইন শাকুর, অর্থ সম্পাদক মাওলানা শেখ শাহিদুর রহমান, লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা আব্দুল মছব্বির, সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুর আহমদ, উপজেলা তালামিযের সভাপতি হোসাইন আহমদ রাজন, সাবেক সভাপতি ইসলাম উদ্দিন, আব্দুল মুক্তাদির ফয়ছল, সাবেক অফিস সম্পাদক সাহেদ আহমদ শিপু, আল-ইসলাহ নেতা মাওলানা জাকারিয়া আহমদ, হানুরুর রশীদ, আলহাজ্ব লেচু মিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, আনসার আলী, দেলোয়ার হোসেন প্রমুখ।