বিশ্বনাথনিউজ ২৪ :: সিলেটের বিশ্বনাথে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ঠ সমাজসেবক, পর্তুগাল প্রবাসী মো. জয়নুল আবেদীন জয়নাল বৃহস্পতিবার উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের নয়াবন্দর, কৃপাখালি ও ভোলাগঞ্জ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন।
এসময় তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়াতে হবে সবাইকে। সকল বৃত্তবানরা এগিয়ে এসে মানুষকে সহযোগিতা করতে হবে। আমি আমার সাধ্যানুয়ায়ী মানুষের পাশে আছি, পাশে থাকব।
তিনি আরো বলেন, এই দূর্যোগে মানুষের পাশে থেকে মানবতার কল্যাণে কাজ করা সমাজের প্রত্যেক বিবেকবান মানুষের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক এস এম শামীম আহমদ, যুগ্ম আহবায়ক রাজন আহমদ, পৌর স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আহমেদ মনির খান, যুগ্ম আহবায়ক লাভলু আহমেদ, জাতীয় পার্টি নেতা এস এম রফিক আহমদ, স্বেচ্ছাসেবক পার্টি নেতা আব্দুল মতিন রাজু, নাহিদ আহমদ, সায়েম আহমদ, শিহাব উদ্দিন প্রমুখ।