AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বসুন্ধরা গ্রুপের পক্ষ হতে বিশ্বনাথে বন্যার্তদের মধ্যে পুলিশের ত্রাণ বিতরণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ৩১ - ২০২২ | ১০: ২৪ অপরাহ্ণ

Still0531 00000

নিজস্ব প্রতিবেদক :: দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পক্ষ হতে সিলেট জেলা পুলিশের সহযোগীতায় সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ও অংলকারী ইউনিয়নে বন্যা কবলিত তিন শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে খাজাঞ্চী ও অলংকারী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে পৃথথ অনুষ্ঠানের মধ্যদিয়ে এই ত্রাণ বিতরণ করা করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।

Still0531 00001এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মাওলানা সহল আল রাজী চৌধুরী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, থানার এসআই সৈয়দ ফখরুল ইসলাম, রফিকুল ইসলাম, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের মেম্বার হবিবুল ইসলাম, ফজলুল হক, আব্দুল মতিন, শফিক মিয়া, বখতিয়া আহমদ, রইছুল ইসলাম, আব্দুর রব রাজু, ফখরুল ইসলাম, পংকজ বিহারী দাস, সংরক্ষিত মহিলা মেম্বার ফুলমালা বেগম, সোনাবান বিবি, পারভীন বেগম, অলংকারী ইউনিয়ন পরিষদের মেম্বার রিয়াজ আলী, সাইদুর রহমান, আলতাফ আলী, দুলাল মিয়া, নূর আলী, আবদুল ওদুদ, সংরক্ষিত মহিলা মেম্বার আমিনা বেগম, আসমা বেগম, শিরিয়া বেগম প্রমুখ।

Aminul Haque scaled