Search
Close this search box.

বিশ্বনাথে তিনশত প্রতিবন্ধী পেলেন সরকারি ত্রাণ সহায়তা

Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের তিনশত প্রতিবন্ধীর মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) সকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে প্রত্যেক প্রতিবন্ধীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই ত্রাণ (১০ কেজি করে চাল) বিতরণ করা হয়।

রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে সচিব নারায়ন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

বক্তব্যে তিনি বলেন, ‘সাংবাদিকদের কল্যাণে আমতৈল গ্রামে থাকা অসংখ্য প্রতিবন্ধীদের খবর জানতে পেরে প্রধানমন্ত্রী তাদের জীবন-মানের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প গ্রহণ করেছেন। সরকারের এসব উন্নয়ন দেখে বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আজ অন্ধ হয়ে গেছে। আর, তাই তারা জনগণের আস্থা অর্জনের চেয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার অপচেষ্টা করছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে বাঁধাগ্রস্থ করতে না পেরে বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের ব্যস্ত রয়েছে। কিন্তু, কোনোভাবেই তারা সফল হচ্ছে না, হবেও না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন একলিমিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ফখর উদ্দিন, ইউপি সদস্য জামাল আহমদ, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব শাহ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুহেল রানা, রামপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আবুল কাশেম, প্যানেল চেয়ারম্যান-২ আবুল খয়ের, প্যানেল চেয়ারম্যান-৩ মিনা বেগম, সদস্য ইছহাক আলী, আজাদ মিয়া, ১নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য আছারুন নেছা, পৌর আওয়ামী লীগের সদস্য দবির মিয়া, রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রফিজ আলী প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত