Search
Close this search box.

বিশ্বনাথে হাজী ইসমাইল আলী ও ইশাদ আলী ফাউন্ডেশন’র ত্রাণ বিতরণ

বিশ্বনাথনিউজ২৪ :: টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে সৃষ্ট আকস্মিক বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের পানিবন্দী মানুষের মাঝে ‘হাজী ইসমাইল আলী ও ইশাদ আলী ফাউন্ডেশন’র পক্ষ হতে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকালে লামাকাজী ইউনিয়নের হাজরাই গ্রামে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী মুহিব উদ্দিনের অর্থায়নে এলাকার শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি মো. ইলিয়াছ আলীর সভাপতিত্বে ও ধারাভাষ্যকার জুয়েল আহমদ এর পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য সচিব হাবিবুর রহমান মনু, সদস্য মো. মুক্তার আলী ও শফিকুর রহমান।

এসময় উপস্হিত ছিলেন স্থানীয় ওয়ার্ডের মেম্বার মো. লাল মিয়া লালু, সাবেক মেম্বার মো. নুরুজ্জামান, মুরব্বি ছবর আলী, আইয়ুব আলী, কুতুব উদ্দিন, সংগঠক রফিক উদ্দিন, লালা মিয়া, কদ্দুছ আলী, আনছার আলী প্রমুখ।

আরও খবর