নিজস্ব প্রতিবেদক :: টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে আকস্মিক বন্যাকবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের দূর্গত মানুষের মাঝে চাল বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন।
ইউনিয়নের ৯ ওয়ার্ডের জনসাধারণের মধ্যে বিতরণের জন্য রোববার (২২ মে) দুপুরে ২৫ বস্তা চাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সদস্য ও সংরক্ষিত সদস্যদের কাছে হস্তান্তর করেন অ্যাডভোকেট গিয়াস উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, ইউপি সদস্য আবুল কাশেম, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য আছারুন বেগম, আওয়ামী লীগ নেতা আহমদ শরিফ, স্বেচ্ছাসেবকলীগ নেতা শংকর চন্দ্র দাস প্রমুখ।