বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ উপজেলাবাসীসহ দেশ-বিদেশের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক, হাজী ইন্তাজ আলী মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকমের চেয়ারম্যান মো. মিছবাহ উদ্দিন।
এক ঈদ বার্তায় বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মো. মিছবাহ উদ্দিন বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর খুশির বার্তা নিয়ে ঈদ আমাদের মাঝে সমাগত। সমাজের সকল ভেদাভেদ দূর করে নির্মল আনন্দ দিতে ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি। মুসলিমের প্রতিটি প্রাণে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, প্রতিটি মানব জেগে উঠুক ভ্রাতৃত্বের বন্ধনে। আর শুধু ঈদের দিনই নয়, এই বন্ধন জাগ্রত হোক প্রতিটি দিন আর তা শুরু হোক ঈদ দিয়ে।
তিনি দেশ-বিদেশের অবস্থানরত সকলের সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।