বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথে প্রতি বছরের ন্যায় পঙ্গু, প্রতিবন্ধী ও ছিন্নমূল মানুষের সম্মানে সুড়িরখাল গ্রামের আমেরিকা প্রবাসী হাজী মো. মোক্তাদির মিয়া ও হুমায়ুন মিয়ার উদ্যোগে ইফতার মাহফিল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বিশ্বনাথ পৌর শহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে শতাধিক পঙ্গু, প্রতিবন্ধী ও ছিন্নমুল লোকজন উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের পূর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হক।
এসময় বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ নতুন বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী আকবর হোসেন কিছমত, সাইদুর রহমান সুজনসহ অনেকেই উপস্থিত ছিলেন।