AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: এপ্রিল - ১৯ - ২০২২ | ৭: ৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিডেট সিলেটের বিশ্বনাথ শাখার উদ্যোগে ‘সার্বজনীন কল্যাণে মাহে রমজান’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারস্থ হোসেন কমপ্লেক্সে ব্যাংকের নতুন শাখায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেটের জোন প্রধান শিকদার মো. শিহাবুদ্দীন।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. ফয়জুল হক।

ব্যাংকের এসএভিপি ও শাখা প্রধান মুহাম্মদ মুহিব উল্লাহ ভূইঁয়ার সভাপতিত্বে এবং সহকারী ম্যানেজার জালাল উদ্দীন আহমদ ও ব্যাংক কর্মকর্তা রাশেদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান ও জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল হক। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ব্যাংক কর্মকর্তা আব্দুল হাকিম।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে ব্যাংকের গ্রাহক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এজেন্ট মালিক, সাংবাদিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ