বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে ৫০টি গরীব অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পবিত্র রামাদ্বান মাস উপলক্ষে ট্রাস্টের পক্ষ হতে প্রত্যেক পরিবারকে নগদ ২৫০০ টাকা করে প্রদান করা হয়।
রোববার (১০ এপ্রিল) দুপুরে সিলেটের বিশ্বনাথ পৌর শহরে হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ট্রাস্টের ট্রাস্টী আলা উদ্দিন বাবুল’র সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাহিদ খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক ও সমাজসেবক গৌছ আলী।
এসময় ট্রাস্টের ট্রাস্টী মো. সিরাজ ও পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী তালেব আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
অর্থ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করতে বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ট্রাস্টীবৃন্দসহ যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন ট্রাস্টের চেয়ারম্যান মানিক মিয়া, সাধারণ সম্পাদক গুলজার খান ও ট্রেজারার মদরিছ আলী।