বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের বাগিছা বাজারস্থ হযরত শাহ জালাল শাহ কাজী লতিফিয়া দাখিল মাদ্রাসায় যুক্তরাজ্য প্রবাসী ছুপান মিয়া হান্নানের পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ রামাদ্বান) মাদ্রাসা হলরুমে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হযরত শাহ চান্দ শাহ কালু আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইব্রাহিম খানের সভাপতিত্বে ও দারুল ক্বেরাত কেন্দ্রের প্রধান ক্বারী আঙ্গুর মিয়া সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক নুরুল ইসলাম, মাহফিলে আয়োজক, কালিজুরী গ্রামের সমাজসেবক ও শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী ছুপান মিয়া হান্নান ও মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মুক্তারিদ ফয়সল। মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা আসিকুর রহমান।
মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহ চান্দ শাহ কালু আলিম মাদ্রাসার উপধ্যক্ষ মাওলানা পিয়ার মাহমুদ, দেওকলস দ্বি-পাক্ষি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, মাদ্রাসার দারুল ক্বেরাত কেন্দ্রের নাজিম হাজী ফরিদ আলী, সংগঠক কাওছার রহমান শোভনসহ মাদ্রাসার উপদেষ্ঠা ও, কার্যকরী ও জেনারেল কমিটির সদস্যবৃন্দ, এলাকার বিভিন্ন মসজিদের ইমামগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।