বিশ্বনাথনিউজ২৪ :: পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সদুরগাঁও সৈয়দপুর গ্রামে আলহাজ্ব মো. তাহির আলী মিলিটারি স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) দুপুরে গ্রামের ৫৯ পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের পরিচালক মতিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সেলসিয়র হোটেল অ্যান্ড রিসোর্টের ম্যানেজিং ডাইরেক্টর, যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক মো. আহমদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগ দেওকলস ইউনিয়নের সভাপতি সৈয়দ শহিদুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এক্সেলসিয়র হোটেল অ্যান্ড রিসোর্টের ম্যানেজিং ডাইরেক্টর, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আহমদ আলী বলেছেন, প্রতি রজমান মাস উপলক্ষে সব সময় আমাদের পারিবারিক ফাউন্ডেশনে পক্ষ থেকে আমাদের সাধ্যমত মানুষকে সহযোগিতা করার চেষ্ঠা করি। রমজান মাস ছাড়াও মানুষকে সহযোগিতার করার হাত প্রসারিত রাখি।
তিনি বলেন, প্রত্যেক ধনী মানুষের কাছে গরীবের হক রয়েছে। হক হিসেবে সকল ধনীকে আরো এগিয়ে এসে দরিদ্র মানুষের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।
এসময় মুরব্বি আব্দুল মানিক, আব্দুল খালিক, ইউসুফ আলী, আব্দুল হক, সংগঠক দিলোয়ার হোসেন লিটন ও জাহাঙ্গীর আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।