Search
Close this search box.

বিশ্বনাথে আল-ফুরকান ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে আল-ফুরকান ট্রাস্টের উদ্যোগে প্রায় ২শত গরিব অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ট্রাস্টের প্রতিষ্ঠা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্জ্ব খালিছুর রহমান, উপদেষ্ঠা যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এনাম ও যুক্তরাজ্য প্রবাসী মোঃ খলিলুর রহমান’র সাবিক সহযোগিতায় মঙ্গলবার (২২ মার্চ) উপজেলার দেওকল ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারকে ৩ লিটার ভোজ্য তেল, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু, ৫০০ গ্রাম রসুন, ৪ কেজি চানা, ৫ কেজি ডাল ও ৫০০ গ্রাম খেঁজুর দেয়া হয়।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্জ্ব খালিছুর রহমানের সভাপতিত্বে ও দেওকলস জামে মসজিদের ইমাম মাওলানা সাজ্জাদুর রহমানের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ ও ইসলামী চিন্তাবিদ মাওলানা বাহা উদ্দিন বাহার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাহমুদুর রহমান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন দেওকলস জামে মসজিদের মোতাওয়াল্লী ক্বারী মইনুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি ছুবা মিয়া, জিলু মিয়া, মুখলিছুর রহমান, আইয়ুব আলী, আব্দুল নুর, লাখন মিয়া, দেওকলস ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মুহিবুর রহমান, সাবেক মেম্বার সৈয়দ সইল মিয়া, সমাজেসেবক ফজলুর রহমান, লুৎফুর রহমান, আওলাদ হুসেন, সুয়েব মিয়া, সংগঠক সাইফুর রহমান, আবিদুর রহমান, মতিউর রহমান মুনঈম প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত