AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে হেফাজতে ইসলাম মহিলা মাদ্রাসা পরিদর্শনে মালয়েশিয়ার এমপি

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মার্চ - ২৩ - ২০২২ | ৫: ৫৮ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশায় জামেয়া হেফাজতে ইসলাম মহিলা মাদ্রাসা পরিদর্শন করেছেন বাংলাদেশী বংশদ্ভূত মালয়েশিয়ার পার্লামেন্ট মেম্বার (এমপি) সৈয়দ আবু হুসেন।

তিনি সোমবার (২১ মার্চ) মাদ্রাসা পরিদর্শনে আসেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এসময় মাদ্রাসার পক্ষ থেকে সৈয়দ আবু হুসেনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন মাদ্রাসার পরিচালক মাওলানা সৈয়দ মুসলেহ উদ্দিন আহমদ।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক সৈয়দ মুসলেহ উদ্দিন আহমদ এর বড় ভাই সৈয়দ নুর আহমদ, সিলেট জামেয়া শামিমাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ সৈয়দ শামিম আহমদ, মালয়েশিয়ান নাগরিক হামজা, পুতরা, জাইদী, পুয়াদ, মাওলানা শাহাদত, সংগঠক মোহাম্মদ জাহিদ নুর, সৈয়দ মাহমুদ হুসাইন, কাওছার আহমদ, সৈয়দ রওনক আহমদ, সৈয়দ জাওহর আহমদ, ছাইদ মুর্শেদ, জাহিদ মুর্শেদ, মোহাম্মদ ফাহিম আহমদ প্রমুখ।

প্রসঙ্গত, মালয়েশিয়ার পার্লামেন্ট মেম্বার (এমপি) সৈয়দ আবু হুসেন এর পূর্ব পুরুষের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে। সৈয়দ আবু হুসেন এর পিতা মরহুম হাফিজ সৈয়দ আবুল ফজল। তিনি ছিলেন হযরত শাহজালাল (রহ) এর সফর সঙ্গী হযরত শাহ সৈয়দ শামসুদ্দিন (রহ.) এর বংশধর সৈয়দ ছড়াওর আলী (রহ.) এর নাতি।

সৈয়দ আবু হুসেন তাবলীগ জামাতের মাছতুরাতের জামাত নিয়ে গত ১৫ মার্চ বাংলাদেশ সফরে আসেন।

আরো সংবাদ