নিজস্ব প্রতিবেদক :: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বীর মুক্তিযোদ্ধা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরপ্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের কমান্ডার সুব্রত চক্রবর্তী, মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আবদুল খালিক, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল প্রমুখ।
পরে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মনোজ কপালী মিন্টু, মুক্তিযোদ্ধা সন্তান শেখ মো. আলম ও তাদের দল।