বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফিতা কেটে মেলা’র শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহান। আগামী ২৩ মার্চ পর্যন্ত চলবে এই মেলা। উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহান, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার আসমা জাহান সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান মুছা, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, পল্লী বিদুৎ অফিসের ডিজিএম সাইফুল ইসলাম প্রমুখ।