বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে নিত্যপণ্যের বাজার মূল্য সহনীয় রাখতে ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) দুপুরে উপজেলা সদরের নতুন ও পুরাতন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার।
এসময় মূল্য তালিকা না থাকাসহ নানা অভিযোগের দায়ে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ৮টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার বলেন, বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়েছে। নিত্যপণ্যের বাজার মূল্য সহনীয় রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।