Search
Close this search box.

বিশ্বনাথের ভোলাগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ১৬ মার্চ

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার ভোলাগঞ্জ দক্ষিণের মাঠে বুধবার (১৬ মার্চ) বিকেল ৩টায় ৭ম বিকেএস তরুণ সংঘ ভোলাগঞ্জ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় এনএসপি নোয়াগাঁও ফুটবল দল নিরব ভাই ভাই ফুটবল একাদশ আমতৈল পরস্পরের মোকাবেলা করবে। ফাইনাল খেলায় উভয় দলে দেশী-বিদেশী খেলোয়াড়েরা অংশ গ্রহন করবে বলে আয়োজক কমিটি সূত্র জানায়। খেলার শুভ উদ্বোধন করবেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আব্দুস ছত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেবন খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, সমাজসেবক অ্যাডভোকেট রুকন উদ্দিন সরকার, সাউথ আফ্রিকা প্রবাসী ফরিদ মিয়া ও সমাজসেবক ফখরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করবেন টুর্নামেন্টে পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফুর।

উল্লেখ্য, টুর্নামেন্টে প্রথম পুরস্কার দাতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুস ছাত্তার ২য় পুরস্কার দাতা আফ্রিকা প্রবাসী ফরিদ মিয়া ও ক্রীড়ানুরাগী অ্যাডভোকেট রুকন উদ্দিন সরকার। ফাইনাল খেলা উপভোগ করার জন্য ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতি কামনা করেছেন আয়োজক কমিটি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত