AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে শিক্ষকদের মাঝে ইংরেজি প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট বিতরণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মার্চ - ১৫ - ২০২২ | ১২: ০১ পূর্বাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (আকবেট) এর উদ্যোগে এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টীবৃন্দের আর্থিক সহযোগিতায় সিলেটের বিশ্বনাথ উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার ২২জন শিক্ষককে ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কেমব্রিজ ইউনির্ভাসিটির আওতায় ৩মাস ব্যাপী টি.কে.টি প্রশিক্ষণ কোর্স শেষে সোমবার (১৪ মার্চ) বিকেলে বিশ্বনাথ হেক্সাস’র হলরুমে আনুষ্ঠানিকভাবে কোর্স সম্পন্নকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ আছাদুজ্জামান ছায়েম’র সঞ্চালনায় সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাসন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মজনু, সিনিয়র ট্রাস্টী আলহাজ্ব সামছু মিয়া লয়লুছ, কাউন্সিলর ফলিক চৌধুরী।

বক্তব্য রাখেন সিএএমপিই’র প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক তীবা চৌধুরী, প্রশিক্ষনার্থীদের বক্তব্য রাখেন শাহপিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, রামসুন্দর সরকারি অগ্রগামি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ও হযরত ওমর ফারুক (রা.) একাডেমীর সহকারী শিক্ষক ইউসুফ আলী।

অনুষ্ঠানে প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক চেয়াম্যান আব্দুল হামিদ শিকদার, ট্রাস্টী আবুল হোসেন মামুন, ট্রাস্টের কো-অডিনেটর নিশীকান্ত পাল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাংবাদিক জাহাঙ্গির আলম খায়ের, নরসিংপুর সাজ্জাদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগমসহ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহনকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টী মানিক মিয়া, আব্দুল হাই, মিছবাহ উদ্দিন, ফলিক চৌধুরী, গিয়াস মিয়া, মোহাম্মদ আলী মজনু, আব্দুল মুকিত, বেলায়েত হোসাইন, প্রফেসর নুরুল ইসলাম ও আব্দুল গণি, ড. মুজিবুর রহমান, আব্দুর রহিম রঞ্জু, সানাম মিয়া আতিক, আব্দুল বাছিত রফি, আজম খান, শেখ তাহির উল্লাহ, সামছু মিয়া লয়লুছ ও আফসর মিয়া ছোট প্রত্যেকে ২০ হাজার টাকা করে এই প্রশিক্ষণ কোর্সে স্পন্সর করেছেন।

আরো সংবাদ