AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে বৃটেনের কিগলীর সাবেক প্যানেল মেয়র সংবর্ধিত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মার্চ - ৭ - ২০২২ | ৯: ০১ অপরাহ্ণ

Shofiqe

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে বৃটেনের কিগলী সিটির সাবেক প্যানেল মেয়র ফুলজার আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ভাটশালা গ্রামে যুক্তরাজ্য প্রবাসী হাজী জিতু মিয়া ও পংকি মিয়ার পরিবারের পক্ষ হতে এ সংর্বধনা প্রদান করা হয়।

যুক্তরাজ্য প্রবাসী হাজী জিতু মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজুর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রবাসীরা বিদেশে থাকলেও দেশের প্রতি প্রত্যেক প্রবাসীর রয়েছে নাড়ীর টান। জন্মভ‚মির টানে সব প্রবাসীরাই দেশের উন্নয়নে আন্তরিক। আন্তরিকতার মধ্য দিয়ে তারা সব সময় দেশের কাজ করেন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বৃটেনের কিগলী সিটির সাবেক প্যানেল মেয়র ফুলজার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃটেনের কিগলী সিটির কাউন্সিলর আশরাফ মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ কবির মিয়া, শামীম আহমদ, রুহেল মিয়া, সাইফুর ইসলাম, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, মহব্বত আলী, আলতাব হোসেন, সদস্য আব্দুল রুশন চেরাগ আলী, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রুপ ও ব্যবসায়ী খসরু মিয়া।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাডফোর্ড আওয়ামী লীগের সহ সভাপতি পংকি মিয়া।

Aminul Haque scaled