নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামের সাচ্ছু বেগমের অসহায় পরিবারকে বিশ্বনাথ এইড ইউকের পক্ষ হতে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। প্রায় ৭ লক্ষ টাকা র্যয়ে নির্মিত টিনসেড বসতঘরের কাজে অনেকটাই সম্পন্ন হয়েছে। এতে মাথা গোঁজার ঠাঁই পেলেন সাচ্ছু বেগমের পরিবার।
নবনির্মিত ঘরটি রোববার (৬মার্চ) দুপুরে আনুষ্ঠানিকভাবে সুবিদাভোগী পরিবারের কাছে বিশ্বনাথ এইড ইউকের পক্ষ হতে হস্তান্তর করা হয়। এসময় ফিতা কেটে নবনির্মিত ঘরের শুভ উদ্বোধন করেন এইড ইউকের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মিছবাহ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন এইড ইউকের ট্রাস্টী মোঃ আবুল হোসেন মামুন, আব্দুল হামিদ টিপু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বর্তমান সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য মোহাম্মদ আলী শিপন, নূর উদ্দিন, আবুল কাশেম প্রমুখ।
নতুন ঘর পেয়ে আনন্দিত গৃহিনী সাচ্ছু বেগমের পরিবার। ঘরটি নির্মাণ করে দেওয়া বিশ্বনাথ এইড ইউকের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাচ্ছু বেগম।
এদিকে, এইড ইউকের সকল ট্রাস্টি এবং লাইফ মেম্বারসহ যারা অর্থ এবং পরিশ্রম দিয়ে এই মহতী কাজে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্বনাথ এইড ইউকের সভাপতি আব্দুর রহমান রঞ্জু ও সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ। ভবিষ্যতেও এ ধরণের মহতি কাজে সকলের সহযোগীতা তারা প্রত্যাশা করেন।