বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও অডিটোরিয়ামসহ ৯টি উন্নয়ন কাজের উদ্বোধন এবং আরও ২৭টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (৬ মার্চ) বিকেলে উন্নয়ন কাজগুলোর শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি।
উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপনকৃত উন্নয়ন প্রকল্পগুলো হলো- উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, অডিটোরিয়াম ভবন, মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ, উপজেলা পরিষদ বঙ্গবন্ধু লাইব্রেরী, মাহতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, দেওকলস ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, বাউসী কাশিমপুর উচ্চ বিদ্যালয় ভবন, পাড়ুয়া-মিরেরচর রোড বিসি দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন।
নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প, আমার বাড়ী আমার খামার প্রকল্প, বিশ্বনাথ কলেজ-নাজির বাজার-সরোওয়ালা শ্বাসরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় রোডে আরসিসি কাজ, বিশ্বনাথ বাজার জিসি-নতুন বাজার আরএইচডি কুরুয়া বাজার রোড আরসিসি ড্রেইন নির্মাণ কাজ, রামধানা পূর্ব কামালপুর রোড পূর্ণবাসন কাজ, আরএইচডি রশিদপুর-সিরাজপুর শাহজিরগাঁও রোড পূর্ণবাসন কাজ, আরএইচডি সিলেট-সুনামগঞ্জ রোড হতে মির্জারগাঁও রোড পূর্ণবাসন কাজ, বিশ্বনাথ-অলংকারী রোড হতে হাজী হামিদ আলী প্রাথমিক বিদ্যালয় রোড পূর্ণবাসন কাজ, আমতৈল বাজার-গাজীর মোকাম রোড সংস্কার কাজ, খাজাঞ্চী রোড-হোসেনপুর-মুক্তিরবাজার-বাওনপুর রোড সংস্কার কাজ, সিংগেরকাছ বাজার-রৈাগী রোড-গোয়াহরী-দৌলতপুর ইউপি রোড সংস্কার কাজ, হাবড়া বাজার-বাগিচা বাজার রোড ভায়া রমজানপুর রোড পূর্ণবাসন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন,
উপজেলা পরিষদ নাট্যমঞ্চ নির্মাণ কাজ, বাউসী কাশিমপুর উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ভবন, কজাকাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, চৈতননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, মীরেরচর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, প্রগতি উচ্চ বিদ্যালয় ভবন, হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয় ভবন, সিংগেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ ভবন, আলহাজ্ব লজ্জাতুননেছা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ভবন, হাজী ইয়াছিন উল্লাহ বেতসান্দি উচ্চ বিদ্যালয় ভবন, দশঘর এনইউ উচ্চ বিদ্যালয় ভবন, পি এম সি একাডেমী উচ্চ বিদ্যালয় ভবন, জমির আহমদ বহুমূখী উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন।