AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথের গমরাগুলে ইসলামী যুব কল্যাণ সংস্থার ১২তম তাফসীর মাহফিল সম্পন্ন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মার্চ - ১ - ২০২২ | ৭: ৪৪ অপরাহ্ণ

2b30b34c 8812 4d61 920c 0368a8b69a28

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গমরাগুল গ্রামে ইসলামী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে ১২তম তাফসীরলি কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ ফেব্রæয়ারি) দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত গ্রামের ঈদগাহে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফিজ শায়খ মুহসিন আহমদ ও নায়েবে মুহতামিম মাওলানা আরজুমন্দ আলীর সভাপতিত্বে মাহফিলের দুটি অধিবেশনে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিধ মাওলানা শায়খ হাসান জামিল।

যুব কল্যাণ সংস্থার সভাপতি জামাল আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ইসলামী চিন্তাবিধ মাওলানা মেরাজুল হক, শায়খুল হাদিস মাওলানা কবির আহমদ, মাওলানা মুফতি আজিজুল ইসলাম জালালী, মাওলানা সাইফুল ইসলাম জালালাবাদী ও গমরাগুল জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সাইফুর রহমান সাইফী।

আরো সংবাদ