Search
Close this search box.

বিশ্বনাথে দিনদুপুরে শিক্ষক দম্পতির বাসায় চুরি : স্বর্ণালংকার-নগদ অর্থ লুট

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার (টিএনটি) এলাকার ‘তারা ভবনস্থ’ শিক্ষক দম্পতির বাসায় দিনদুপুরে চুরি সংগঠিত হয়েছে। সোমবার সকালে (২১ ফেব্রুয়ারী) দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক শংকর কান্তি মন্ডল ও মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপ্না রাণী দে’র বাসায় ওই চুরির ঘটনা ঘটে।

এসময় চোরের দল শিক্ষক দম্পতির বাসায় দরজার লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৪১ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। ঘটনার পর ওই দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় এব্যাপারে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এব্যাপারে দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক শংকর কান্তি মন্ডল বলেন, আমার স্ত্রী আত্মীয়ের বাড়িতে ছিলেন ও আমি আমার বিদ্যালয়ে ছিলাম। ঘটনার পর আমার পাশের বাসার লোকজনেরা আমাকে বাসা চুরির সংবাদ দিলে বাসায় এসে দেখি আমার আলমিরা ভেঙ্গে তাতে থাকা ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৪১ হাজার টাকা চোরেরা নিয়ে যায়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত