AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে পশ্চিম শ্বাসরাম জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ফেব্রুয়ারি - ১৬ - ২০২২ | ১০: ৫৯ অপরাহ্ণ

273256610 239061994993345 3343626099092069382 n

বিশ্বনাথনিউজ২৪ ::-বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম জামে মসজিদ পরিচালনা কমিটির লক্ষ্যে এক জরুরী সভা সোমবার (১৪ ফেব্রুয়ারি) পশ্চিম শ্বাসরাম গ্রামস্থ যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ঠ সমাজসেবক মো. লয়লু মিয়ার বাড়িতে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ মুরব্বী শুকুর আলী। সভায় গ্রামের মুরব্বী ও যুবকেরা উপস্থিত ছিলেন। সভায় সর্ব সম্মতিক্রমে মো. জিলু মিয়া-কে (মোতায়াল্লী) মো. বাবুল মিয়া-কে সভাপতি, তরুন সাংবাদিক মোহাম্মদ নূরুল ইসলাম-কে সাধারণ সম্পাদক ও নেছার আহমদ মুজিব-কে অর্থ সম্পাদক করে ২০২২-২৪ সালের জন্য ১৯ সদস্য বিশিষ্ঠ পশ্চিম শ্বাসরাম জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন কমিটির দায়িত্বশীলরা হলেন সহ সভাপতি শুকুর আলী, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, সদস্য মো. লয়লু মিয়া, আতাউর রহমান গোলজার, সামসুদ্দিন হাওলাদার, জিলা মিয়া, রমজান আলী, বদরুল ইসলাম, আব্দুল খালিক, শিরন মিয়া, ফারুক মিয়া, তজম্মুল আলী রাজু, মিনহাজুর রহমান, শাহজান আহমদ শিশু, সামিদ হাসান কর্নাল।

Aminul Haque scaled