বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে সোমবার রাতে উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম জামে মসজিদ পরিচালনা কমিটির লক্ষ্যে এক জরুরী সভা পশ্চিম শ্বাসরাম গ্রামস্থ যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবক লয়লু মিয়ার বাড়িতে অনুষ্ঠিত হয়।
গ্রামের প্রবীণ মুরব্বী শুকুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে জিলু মিয়াকে মোতায়াল্লী, বাবুল মিয়াকে সভাপতি, সাংবাদিক নূরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও নেছার আহমদ মুজিবকে অর্থ সম্পাদক করে ২০২২-২৪ সালের জন্য ১৯ সদস্য বিশিষ্ঠ পশ্চিম শ্বাসরাম জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি শুকুর আলী, যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, সদস্য লয়লু মিয়া, আতাউর রহমান গোলজার, ক্বারী সামসুদ্দিন হাওলাদার, জিলা মিয়া, রমজান আলী, বদরুল ইসলাম, আব্দুল খালিক, শিরন মিয়া, ফারুক মিয়া, তজম্মুল আলী রাজু, মিনহাজুর রহমান, শাহজান আহমদ শিশু, সামিদ হাসান কর্ণাল। সভায় গ্রামের মুরব্বী ও যুবকেরা উপস্থিত ছিলেন।