AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে দি ওয়ান পাউন্ড হসপিটালের স্থান পরিদর্শনে টিমএমসি সাইক্লিং দল

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ফেব্রুয়ারি - ১৩ - ২০২২ | ৮: ২৪ অপরাহ্ণ

IMG 20220213 WA0012

বিশ্বনাথনিউজ২৪ :: ইংল্যান্ডের মানবতাবাদি সংগঠন টিমএসসি প্রতিনিধি দল বাইসাইকেলে রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্বনাথে এসে পৌছেলে তাদেরকে দি ওয়ান পাউন্ড হসপিটালের পক্ষ হতে শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় দি ওয়ান পাউন্ড হসপিটালের জায়গা পরিদর্শন করেন সাইক্লিং টিমের সদস্যবৃন্দ।

টিমএসসি’র নেতৃত্বদানকারি বিশ্বনাথের কৃতি সন্তান রাশিদ আলী বলেন, আমরা খুব খুশি বিশ্বনাথে দি ওয়ান পাউন্ড হসপিটাল হওয়াতে। হসপিটালের জন্য যারা কাজ করছেন তাদের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং হসপিটালের জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় বিশ্বনাথের দি ওয়ান পাউন্ড হসপিটালের সিইও ডাক্তার শানুর আলী মামুন, বিশিষ্ঠ মুরব্বী হালিম শিকদার, হসপিটালের চিপ কো-অডিনেটর কবি নাজমুল ইসলাম মকবুল, কো-অর্ডিনেটর তজম্মুল আলী রাজু, সংগঠক শেখ ফজর রহমান প্রমুখ।

Aminul Haque scaled