AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে গন্ধগকুল আটক

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ফেব্রুয়ারি - ১৩ - ২০২২ | ৮: ০১ অপরাহ্ণ

gando gakul1

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে বিরল প্রজাতির বন্যপ্রাণী গন্ধগকুলকে আটক করা হয়েছে। বিলুপ্ত প্রাণী গন্ধগকুলকে রবিবার (১৩ ফেব্রুয়ারি) টুকেরকান্দি গ্রামের (নবাব বাড়িতে) আটক করা হয়। আটকের পর উপজেলা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করা হলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

টুকেরকান্দি গ্রামের তোয়াব আলী বলেন, আমাদের বাড়ির পাশের জঙ্গল থেকে বন্যপ্রাণী গন্ধগকুলকে আটক করেছি। আটকের পর প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করলে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসে বন্যপ্রাণী গন্ধগকুলকে নিয়ে যায়।

কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল আলম ইমন বলেন, আমরা বিলুপ্ত বন্যপ্রাণীকে নিয়ে চিকিৎসা দিয়ে বন বিভাগে হস্তান্তর করব।

Aminul Haque scaled