নিজস্ব প্রতিবেদক :: ৬ষ্ঠ ধাপে গত ৩১ জানুয়ারী অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ড সদস্য (মহিলা মেম্বার) ও সাধারণ সদস্য (মেম্বার) পদের বেশির ভাগেই এসেছে পরিবর্তন। দুই ইউনিয়নের ১৮ জন বর্তমান সাধারণ সদস্য (মেম্বার)’র মধ্যে পুনঃনির্বাচিত হয়েছেন মাত্র ৭ জন মেম্বার এবং ৬ জন সংরক্ষিত ওয়ার্ড সদস্য (মহিলা মেম্বার)’র মধ্যে কেউই পুনঃনির্বাচিত হতে পারেননি। ফলে দুটি পদেই এসেছে নতুনদের জয়-জয়কার এপদগুলোতে খাজাঞ্চী ইউনিয়নের চেয়ে লামাকাজী ইউনিয়নে পরিবর্তনের হাওয়া লেগেছে বেশি।
লামাকাজী ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১নং সংরক্ষিত ওয়ার্ডে সোহাদা বেগম, ২নং সংরক্ষিত ওয়ার্ডে আপ্তারুন নেছা, ৩নং সংরক্ষিত ওয়ার্ডে দিলারা বেগম ও সাধারণ সদস্যদের মধ্যে ১নং ওয়ার্ডে জসিম উদ্দিম, ২নং ওয়ার্ডে আফজল হোসেন, ৩নং ওয়ার্ডে প্রতাব পাল, ৪নং ওয়ার্ডে শাহনূর আহমদ, ৫নং ওয়ার্ডে চমক আলী, ৬নং ওয়ার্ডে নেপাল চন্দ্র দে, ৭নং ওয়ার্ডে এনামুল হক এনাম, ৮নং ওয়ার্ডে লাল মিয়া, ৯নং ওয়ার্ডে জিসু আচার্য্য।
খাজাঞ্চী ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১নং সংরক্ষিত ওয়ার্ডে ফুলমালা বেগম, ২নং সংরক্ষিত ওয়ার্ডে সোনাবান বিবি, ৩নং সংরক্ষিত ওয়ার্ডে মোছাৎ পারভিন বেগম ও সাধারণ সদস্যদের মধ্যে ১নং ওয়ার্ডে শফিক মিয়া, ৩নং ওয়ার্ডে বখতিয়ার আহমদ, ৪নং ওয়ার্ডে পংকজ বিহারী দাস, ৫নং ওয়ার্ডে আব্দুর রব রাজু, ৬নং ওয়ার্ডে মো. রইছুল ইসলাম, ৭নং ওয়ার্ডে হবিবুল ইসলাম, ৮নং ওয়ার্ডে ফজলুল হক, ৯নং ওয়ার্ডে মতিন মিয়া।
এছাড়া ২নং ওয়ার্ডের সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী আবুল কালাম (বৈদ্যুতিক পাখা) ও ফখরুল ইসলাম (তালা)’র প্রাপ্ত ভোট সমান (উভয়েই ৪৫৫টি করে) হওয়ায় এখানে ওই দুজনের অংশগ্রহনে পুনভোট অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে নির্বাচিত হবেন একজন।