AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথের ইউএনও করোনায় আক্রান্ত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জানুয়ারি - ২৬ - ২০২২ | ৯: ৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) নমুনা পরীক্ষা করা হলে তাঁর করোনা শনাক্ত হয়।

বিশ্বনাথের ইউএনও উপজেলা প্রশাসনের পাশাপাশি পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তিনি নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন। হালকা জ্বর সর্দি কাশি ছাড়া তাঁর আর কোনো শারীরিক সমস্যা নেই বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুর রহমান মুসা।

দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান।

আরো সংবাদ