বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ পৌর শহরের ঐতিহ্যবাহী জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার ৩২ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও শিশুশিক্ষা প্রদর্শনী সম্পন্ন হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত মাদ্রাসা সংলগ্ন মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা রফিকুল হক থুবাঙ্গী ও বালাগঞ্জের তালতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফিজ আজিজুর রহমানে সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি নজরুল ইসলাম কাসেমী।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন চট্রগ্রাম থেকে আগত মুফাচ্ছিরে কোরআন মাওলানা মুজিবুর রহমান, গহরপুর মাদ্রাসার মুহতামিম হাফিজ মুসলেহ উদ্দিন রাজু, ঢাকা থেকে আগত মুফাচ্ছিরে কোরআন মাওলানা মেরাজুল হক, সোবহানীঘাট মাদ্রাসার মুহতামিম মাওলানা আহমদ কবির, ইসলামী চিন্তাবিদ মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী ও মাওলানা ফজলুল করিম। মাদ্রাসার বার্ষিক প্রতিবেদন পেশ করেন জামেয়ার মুহতামিম মাওলানা নুরুল হক।