বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আরশ আলীর নৌকা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারী) সন্ধ্যায় ইউনিয়নের বাওনপুর গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাল মিয়ার পরিচালনায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দছ আলী বলেন, আরশ আলী অন্যান্ত সাদা মনের মানুষ। দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে তার গ্রহনযোগ্যতা রয়েছে বলেই মাননীয় প্রধানমন্ত্রী তাকে ‘নৌকা’ প্রতীক দিয়েছেন। আরশ আলী জনগণের টাকা আত্মসাৎ করবেন না, প্রকল্পের টাকা মেরে খাবেন না। তাকে বিজয়ী করলে এলাকার উন্নয়ন হবে।
প্রধান বক্তার বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আরশ আলী বলেন, উন্নয়নের প্রতীক ‘নৌকা’ নিয়ে জনগণের প্রার্থী হিসেবে আমি নির্বাচনে অংশগ্রহন করেছি। দলমতের উর্ধ্বে উঠে ইউনিয়নের মানুষের কল্যাণে আমি কাজ করে যাব। আমি নির্বাচিত হলে প্রকল্পের টাকা আত্মসাৎ করা তো দূরের কথা, আমি সরকার থেকে যে সম্মানী ভাতা পাবো তা প্রতি মাসে এতিমদের মাঝে বন্টন করে দিব। একটি মহল ‘নৌকা’র জোয়ার দেখে দিশেহারা হয়ে গেছে। তাই নৌকার বিজয় ঠেকাতে বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এলাকার উন্নয়নের স্বার্থে ৩১ শে জানুয়ারী দলমতের উর্ধ্বে উঠে ‘নৌকা’ প্রতীকে ভোট ভিক্ষা চান আরশ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর। বক্তব্য রাখেন এলাকার মুরব্বি মনির মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন, সালেহ আহমদ, যুবলীগ নেতা আক্তার হোসেন ও উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারতী দাস পাপ্পু। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুহিব উদ্দিন।
এসময় এলাকার মুরব্বি আব্দুস সামাদ, সিরাজ মিয়া, ফারুক মিয়া, আনা মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনির উদ্দিন, আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া, প্রবাসী ময়না মিয়া, সেলিম আহমদ, রইছ আলী, মানিক মিয়া, সিরাজ মিয়া, লিয়াকত আলী, আফোজ আলী, মুক্তার মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা হুসিয়ার আলম, শাহ সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।