Search
Close this search box.

খাজাঞ্চীতে নৌকা প্রতিকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: ৬ষ্ঠ দাফে অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় রাজাগঞ্জ বাজারে আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দার সভাপতি আরশ আলীর ‘নৌকা’ প্রতিকের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কার্যালয়ের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, নৌকা স্বাধীনতার প্রতিক, নৌকা মাতৃভাষার প্রতিক নৌকা মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিতের প্রতিক, নৌকা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানের ভ্রাতৃত্বের প্রতিক। তাই ৩১ জানুয়ারী নৌকার বিজয় নিশ্চিত করার জন্য আমাদের সবাইকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নৌকা বিজয়ী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাত শক্তিশালী হবে, নৌকা বিজয়ী হলে আওয়ামী লীগ শক্তিশালী হবে। সর্বোপুরী নৌকার বিজয়ে নিশ্চিত হবে অবহেলিত বঞ্চিত খাজাঞ্চী ইউনিয়নবাসীর কাঙ্খিত উন্নয়ন।

প্রধান বক্তার বক্তব্যে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী হিসেবে বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দার সভাপতি আরশ আলী গণি বলেন, দুনিয়াতে এবাদত করার জন্য মানুষ আসে, আর মানুষের সেবা করা এর উত্তম একটি মাধ্যম। আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করেন তাহলে জনসাধারণের কাঙ্খিত উন্নয়ন দিয়ে ইউনিয়নের রুপ পাল্টে দেব। সরকারের দেওয়া প্রত্যেক বরাদ্ধ সততা ও নিষ্ঠার সাথে শতভাগ বাস্তবায়ন করা হবে। নির্বাচিত হলে চেয়ারম্যানের সম্মানী ভাতা হিসেবে যা পাব, তা প্রতি মাসে একেকটি এতিম পরিবারের হাতে তুলে দেব। সর্বোপুরী আমার কাছে জনগণের হক শতভাগ সুরক্ষিত থাকবে।

খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরের পরিচালনায় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরুজ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, কার্যনির্বাহী সদস্য কবির আহমদ কুব্বার, উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহবুব মিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, যুবলীগ নেতা আক্তার হোসেন, মুহিবুর রহমান সুইট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।

আরও বক্তব‌্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু, সহ সভাপতি নজরুল ইসলাম প্রিন্স, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়।

অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ নেতা প্রদীপ কুমার দেব, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজাজুল হোসেন, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, যুবলীগ নেতা পলাশ সেনাপতি, স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মিয়া, শামীম আহমদ, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ এবং আওয়ামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত