বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার জানাইয়া গ্রামবাসীর উদ্যোগে ও প্রবাসীদের অর্থায়নে গ্রামের সকল রাস্তা সম্পূর্ণভাবে স্ট্রিট লাইটের আলোয় আলোকিত হয়ে উঠেছে। প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা ব্যয়ে গ্রামের মাঝপাড়া, পশ্চিমপাড়া ও পূর্বপাড়া সড়কে বসানো হয়েছে ১২৬টি স্ট্রিট লাইট। গ্রামের রাস্তাগুলো আলোকিত করতে বিভিন্ন দেশে অবস্থানরত গ্রামের প্রবাসীরা উদ্যোগী হলে সহযোগিতার হাত বাড়ীয়ে দেন গ্রামের নবীন প্রবীন সকল শ্রেণির মানুষ। লাইট স্থাপন কাজ সম্পন্ন হলে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) গ্রামবাসী তা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন।
জানাইয়া গ্রামের পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী আয়না মিয়ার সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য নুরুল হকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রামের মুরব্বি ফজর আলী মুন্সি, কাচা মিয়া, তাজ উদ্দিন, সামছুল ইসলাম, হাজী আব্দুল গণি, সমাজে সেবক মকদ্দছ আলী, আব্দুল জলিল জালাল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, ইউপি সদস্য ইউনুছ আলী, সংগঠক আব্দুল আজিজ সুমন, শাহ আলম খোকন, শাহ আমির উদ্দিন, মো. শাহজাহান ও নাজিম উদ্দিন।
এসময় সংগঠক খলিলুর রহমান, দুলাল আহমদ, কাওছার আহমদ, শাহ ইসলাম উদ্দিন, শামিম আহমদ, ওয়াসিম উদ্দিন, ফরিদ উদ্দিন, মাছুম আহমদ, শাহ নিজাম, আজিজুল ইসলাম, শিপন আহমদ, মুহিন উদ্দিন, লাল মিয়া ও মিজান আহমদসহ অনেকেই উপস্থিত ছিলেন।