Search
Close this search box.

বিশ্বনাথে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেলেন ৭ শিশু-কিশোর

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের ৭ শিশু-কিশোর টানা ৪০দিন ৫ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করে বাইসাইকেল পুরস্কার পেয়েছেন। বাইশঘর একতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত নামাজ পড়া প্রতিযোগিতায় বিজয়ীদেরকে গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী কয়ছর আহমেদ গোলাব আলীর সৌজন্যে এই বাইসাইকেল উপহার দেওয়া হয়।

গত ২২ ডিসেম্বর হযরত কাজী খন্দকার শাহ (রহ.) ও বাইশঘর গ্রামের মুর্দেগানের ইসালে সাওয়াব উপলক্ষে বাইশঘর উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত খতমে কুরআন, খতমে ইউনুছ, খতমে খাজেগান, মিলাদ ও ওয়াজ মাহফিলে নামাজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উত্তরপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লী যুক্তরাজ্য প্রবাসী সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালামের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ছাহেবজাদায়ে ফুলতলী মুফতি মাওলানা গিয়াস উদ্দিন চৌধুরী। প্রধান বক্তার আলোচনা পেশ করেন মাওলানা হাফেজ মীর রবিউল উল্ল্যাহ হেলালী।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন জালালপুর জালালিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা জ. উ. ম আব্দুল মনঈম মঞ্জলালী, ইকড়ছই আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ছমির উদ্দিন, কবি তাজ উদ্দিন আহমদ তাজুদ, মিয়ার বাজার হযরত শাহ চান্দ শাহ কালু আলিম মাদ্রাসার অধ‌্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান, উপাধ‌্যক্ষ কবি পিয়ার মাহমুদ, শিক্ষক মাওলানা নুরুল ইসলাম দরিয়াবাদী, বাইশঘর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা খায়রুল ইসলাম ও উত্তরপাড়া জামে মসজিদের সানী ইমাম ক্বারী আল হাবিব মামুন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত