AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে এক্সিম ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ২৭ - ২০২১ | ১০: ২৯ পূর্বাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: প্রতিবারের ন্যায় এবারও এক্সিম ব্যাংক বিশ্বনাথ শাখার উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) বিকেলে ব্যাংকের শাখায় আনুষ্ঠানিকভাবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রথম ধাপে প্রায় তিন শতাধিক মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. ছয়ফুর রহমান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ দারুল ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, বৃটিশ হাউজ অফ কমন্সের কর্মকর্তা রুবেল মিয়া, যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি আব্দুর রুশন চেরাগ আলী, সাবেক ইউপি সদস্য চেরাগ আলী, ব্যবসায়ী নাছির আলী ও রাসেল মিয়া।

এসময় ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ