বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ইসলামি সমাজ কল্যাণ সংস্থা মিরেরচর-১ এর উদ্যোগে ১৪ তম বার্ষিক তাফসিরুল কোরআন সম্মেলন আগামী ২৮ ডিসেম্বর মিরেরচর-১ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। বাদ জোহর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে সম্মেলন। সম্মেলনে সভাপতিত্ব করবেন হযরত শাহজালাল (রহ.) একাডেমি মিরেরচর-১ এর প্রিন্সিপাল মাওলানা জহির উদ্দিন আহমদ ও এলাকার মুরব্বী হাজী আব্দুল মনাফ।
তাফসির পেশ করবেন ঢাকা থেকে আগত মুফাচ্ছিরে কোরআন মাওলানা মুফতি সিবগাতুল্লাহ নূরী, মাওলানা মুফতি আনোয়ার হোসেন আনসারী, মাওলানা কামরুল ইসলাম ছমির ও মাওলানা ক্বারী আব্দুল মতিন। এছাড়া সম্মেলনে আরো দেশ বরেণ্য উলামায়ে কেরাম তাফসির পেশ করবেন।
উক্ত সম্মেলনে ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতি কামনা করেছেন আয়োজক কমিটি।