নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় নানান কার্যক্রমের মাধ্যদিয়ে বিজয়ের ৫০ বছর মহান বিজয় দিবস উদযাপিত হয়েচ্ছে। বৃহস্পতিবার সূর্যোদায়ের সাথে সাথে ৫০বার তোপধ্বনির মধ্য দিয়ে বিশ্বনাথে ‘মহান বিজয় দিবস’ পালনের কার্যক্রম শুরু হয়। দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর মুর্যালে পজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বিশ্বনাথ পৌরসভা, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর উপজেলার কেন্দ্রী স্মৃতিস্তম্ভে ৭১’র শহীদদের স্মরণে বিশ্বনাথ প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি, সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তক অর্পণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানিকভাবে বিজয় দিবসের নানান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া। এসময় উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া পর্যায়ক্রমে পল্লী বিদ্যুৎ সমিতি, বিয়াম ল্যাবরেটরী স্কুল, আনসার ভিডিপি, অফিসার্স ক্লাব, সাব রেজিষ্টার কার্যালয়, বাউল শাহ আব্দুল করিম পরিষদ, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, আলহাজ্ব লেচু মিয়া স্কুল, মেরিট কেয়ার স্কুল, কলেজিয়েট স্কুল, বন্ধুসভা, ডেফোডিল এসোসিয়েশন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, কামরুল রেজা স্মৃতি গ্রন্থাগার, পাওয়ার ব্যান্ড, ব্যাটারি চালিত অটোরিকশা, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।