AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ১৪ - ২০২১ | ৭: ১৬ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় বিআরডিবি মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা, চাউলধনী হাওরে চলমান বিরোধের সুযোগকে কাজে লাগিয়ে একটি মহল ‘চাউলধনী ও দুবাগ বিলে’ ইজারাদারদের পরিবর্তে অবৈধভাবে মাছ শিকারের ফলে ইজারাদার ও স্থানীয় লোকজনদের বাড়তে উত্তেজনা যাতে বৃহৎ আকার ধারণ না করে সেদিকে স্বজাগ দৃষ্টি রাখার, বিশ্বনাথের বিভিন্ন সড়কের পার্শ্বে বালু-পাথর রেখে কিছু ব্যক্তি ব্যবসা করার ফলে অতিথের মতো পুনংরায় বৃদ্ধি পাওয়া সড়ক দূর্ঘটনার আশংঙ্কা দূর করার জন্য ব্যবস্থা নেওয়ার, সড়কের যানজট কমানোর জন্য ও অবৈধ সিএনজি-অটোরিক্সা চলাচল বন্ধের লক্ষ্যে ব্যবস্থা গ্রহনের, বাসিয়া নদীর সেতু ও সড়কের উপর থাকা দোকানগুলো উচ্ছেদ করার, ডালপালা কর্তনের নামে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের গাছের মাত্তি (আগা) কাটা বন্ধ করার, বাসিয়া নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহনের পাশাপাশি ময়লা-আবর্জনা নদীতে না ফেলার জন্য কার্যক্রর প্রদক্ষেপ গ্রহনের দাবী জানান।

বক্তাদের বক্তব্যের প্রেক্ষিতে সভার সভাপতি নুশরাত জাহান বলেন, ইজারাকৃত হাওর এলাকার শুধুমাত্র ইজারাদাররা মাছ শিকার করতে পারবেন। আর উপজেলার দুবাগ বিলে মাছ ধরা নিয়ে ইজারাদার ও স্থানীয় একটি পক্ষের মধ্যে যে জটিলতা তৈরি হয়েছে শীঘ্রই বিল ডিমারগ্রেশনের মাধ্যমে তা সমাধান করা হবে। উপজেলায় সিএনজি ভাড়া নির্ধারণে পরিবহণ শ্রমিকদের সাথে বসে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ চলমান রয়েছে। সড়কের পার্শ্বে বালু-পাথর রেখে ব্যবসা করলে ও বাসিয়া নদীতে ময়লা-আবর্জনা ফেললে আইনানু ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) মো. কামরুজ্জামান, থানা অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সাইফুল ইসলাম, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, কামাল মুন্না, নবীন সোহেল, আব্দুস সালাম।

আরো সংবাদ