নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের মাছুখালী-লহুরী সড়ক পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান।
শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে সড়কের শুভ উদ্বোধন শেষে তিনি স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সাবেক ইউপি সদস্য মো. শামছুদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান। সংগঠক শওকত আলীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী জালাল উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দশঘর এন ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, ইউপি সদস্য মুহিত চৌধুরী, চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটির আহবাক আবুল কালাম, সমাজকর্মী জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাস পাপ্পু ও সংগঠক কাওছার আহমদ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।