AM-ACCOUNTANCY-SERVICES-BBB

দশঘর ইউনিয়নবাসীর সাথে এমপি মোকাব্বির খানের মতবিনিময়

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ১১ - ২০২১ | ৭: ০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান। শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে স্থানীয় মিয়ারবাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দশঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ পাভেল সামাদ মেম্বারের সভাপতিত্বে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে এমপি মোকাব্বির খান।

দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উবায়দুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল গফুর, শাহ ফারুক ও মুহিত চৌধুরী এবং এলাকারবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন সিদ্দিকুর রহমান।

আরো সংবাদ