AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ১১ - ২০২১ | ৭: ০১ অপরাহ্ণ

DSC 0221 copy

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে জাতীয় ভিটামিন ‘‘এ’’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। এবছর উপজেলা ১৯৩টি কেন্দ্রে শিশুদেরকে ভিটামিন ‘‘এ’’ প্লাস ক্যাপসুল খাওয়া হচ্ছে।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে পৌর এলাকার কারিকোনা গ্রামে বারি মিয়া বাড়িতে অস্থায়ী টিকাদান কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে উপজেলার জাতীয় ভিটামিন ‘‘এ’’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ (প্রশাসন-৩, কাউন্সিল অধিশাখা) এর উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেটের সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

Aminul Haque scaled