AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথের বীরপ্রতিক সিরাজুল ইসলাম আর নেই

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ১০ - ২০২১ | ৫: ৩৩ অপরাহ্ণ

FB IMG 1639135170313

নিজস্ব প্রতিবেদক :: জাতির সূর্যসন্তান, মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় রাষ্ট্রীয় ‘বীরপ্রতিক’ খেতাবপ্রাপ্ত বিশ্বনাথের কৃতিসন্তান সিরাজুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

শুক্রবার সকাল ১১টা ৪৫ মিনিটের সময় সিলেট মহানগরীর সুবিদ বাজার বনকলা পাড়ার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। আজ সন্ধ্যা ৬টায় বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের আগ্নপাড়া গ্রামের মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে শায়িত করা হবে জাতির এই সূর্যসন্তানকে।

ব্যক্তিগত জীবনে ৫ সন্তানের জনক সিরাজুল ইসলাম বীরপ্রতিক দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভোগছিলেন। এরমধ্যে তার ব্রেনস্ট্রোকও হয়।

Aminul Haque scaled