বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক আতিকুর রহমান আতিক। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ দায়িত্ব দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বনাথ উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করায় গঠণতন্ত্র মোতাবেক তাকে (সিরাজ) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। তাই এই পদটি শূন্য হওয়ায় উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিককে উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।