AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে ব্র্যাকের ইউনিয়ন কর্মশালা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ২৫ - ২০২১ | ১২: ৪৬ পূর্বাহ্ণ

IMG 20211125 004416

নিজস্ব প্রতিবেদক :: সোশিও ইকোনোমিক রিইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রেন্ট ওয়ার্কার্স অব বাংলাদেশ, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে সিলেটের বিশ্বনাথে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ সিরাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন শিশির ঘোষের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন।

বক্তব্যে তিনি বলেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে বিদেশ ফেরতদের আর্থিক সহায়তা, করোনা মহামারির সময় আটকে পরা অভিবাসিদের অনুদান প্রদানসহ সমাজ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার সার্বিক উন্নয়নে প্রশংসার দাবি রাখে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব বিষ্ণুপদ চৌধুরী, সদস্য গৌছ আহমদ বাবুল, মতিন মিয়া, হবিবুল ইসলাম, মিছিরুল ইসলাম মিছির, সংরক্ষিত সদস্য সালমা বেগম, রীতা রানী বৈদ্য, পরিষদের অফিস সহকারী পংকজ চন্দ, বিদেশ ফেরত লিয়াকত আলী, সংগঠক নজরুল ইসলাম, ফেরদৌসুর রহমান, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বিশ্বনাথ উপজেলার ফিল্ড অর্গানাইজার জুয়েল আহমদ প্রমুখ।

Aminul Haque scaled