Search
Close this search box.

বিশ্বনাথে ফিসারীতে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগে মামলা

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ফিসারীতে বিষ প্রয়োগ করে প্রায় তিন লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত মজম্মিল আলীর পুত্র হাজী আব্দুর রব বাদী হয়ে প্রতিপক্ষের ৪জনকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় এই মামলা দায়ের করেন। মামলা নং-৯ তাং- ০৯.১১.২০২১ইং।

অভিযুক্তরা হলেন- সাতপাড়া গ্রামের মৃত মাহমদ আলীর ছেলে লালা মিয়া (৪৫), মৃত মদরিছ আলীর ছেলে নূর আহমদ (৩৮), মৃত হাজী আকরম আলীর ছেলে হাবিবুর রহমান (৫০) ও ফজর আলীর ছেলে সেবুল মিয়া (৩৫)।

মামলার এজাহারে বাদী হাজী আব্দুর রব উল্লেখ করেন, বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে বাদীর। পূর্ব বিরোধের জের ধরে গত ৭ নভেম্বর দিবাগত রাতে অভিযুক্তরা বাদীর মালিকানাধীন ফিসারীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে। এতে বাদীর প্রায় ৪৫ মন মাছ মেরে ফেলে। এতে প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে আইনানু ব‌্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর