Search
Close this search box.

বিশ্বনাথে ‘মেডিএইড এ্যাডভান্সড মেডিকেল সেন্টার’র যাত্রা শুরু

বিশ্বনাথনিউজ২৪ :: আন্তর্জাতিক সর্বাধিক প্রযুক্তি, বিশ্বমানের যন্ত্রপাতি, অভিজ্ঞ ডাক্তার ও নতুন ধারার চিকিৎসা সেবার প্রতিশ্রুতি দিয়ে সিলেটের বিশ্বনাথে যাত্রা শুরু হয়েছে মেডিএইড এ্যাডভান্সড মেডিকেল সেন্টার এর। সোমবার (৮ নভেম্বর) সকালে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে এই মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের এমপি ও গণফোরামের নির্বাহী সভাপকি মোকাব্বির খান বলেন, নতুনদের সাথে নিয়ে এলাকার উন্নয়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের গ্রহন করা প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে মানুষের কাঙ্খিত স্বপ্নপূরণের পাশাপাশি দেশ আরোও এগিয়ে যাবে। তিনি বলেন, মানুষের চিকিৎসায় ব্যবসাবান্ধব চিন্তা না করে সেবামূলক ভাবে কাজ করলেই মানুষ উপকৃত হবে। বিশ্বনাথ উপজেলায় নতুন ধারার চিকিৎসা সেবা নিয়ে মেডিএইড এ্যাডভান্সড মেডিকেল সেন্টারের যাত্রা আশা করি মানুষের কল্যাণে কাজ করবে। সেবা প্রদানের মাধ্যমে মানুষের মন জয় করে এই প্রতিষ্ঠান একদিন হাসপাতালে রুপান্তরিত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. মাহমুদুল মজিদ চৌধুরীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানে চিকিৎসক ডা. সাদিয়া সুলতানা ও ধারাভাষ্যকার একেএম তুহেমের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান, থানার পরিদর্শক (ওসি) রমাপ্রশাদ চক্রবর্তী, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য তপন দাশ, বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সভাপতি ইমাদ উদ্দিন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডা. তৌসিফ ইবনে আহবাব ও ডা. সাদনান সাকিব চৌধুরী। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. মাহমুদুল মজিদ চৌধুরী জানান, সর্বাধুনিক প্রযুক্তি, অথ্যাধুনিক যন্ত্রপাতি, দক্ষ স্টাফ বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে আর্ন্তজাতিক স্বীকৃত সিলেট মেডিএইডের সহযোগী প্রতিষ্ঠান মেডিএইড এ্যাডভান্সড মেডিকেল সেন্টারের যাত্রা শুরু হল। এখানে অত্যাধুনিক ডায়গনিস্টিক সার্ভিস, মানসম্মত রির্পোট প্রদান ও রোগীদের সযত্নে সেবা দেয়ার প্রতিশ্রুতি নিয়েই বিশ্বনাথে নতুন ধারার চিকিৎসা সেবার দৃষ্ঠান্ত রাখবে এই প্রতিষ্ঠান। এজন্য তিনি বিশ্বনাথবাসীকে তাদের সেবা গ্রহণ করার আহবান জানান।

এসময় বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, প্রবীন সাংবাদিক আব্দুল আহাদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল জলিল জালাল, এমপির পিএস কয়েছ আহমদ, এপিএস অসিত রঞ্জন দেব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, উপজেলা যুবলীগ নেতা শাহ আলম খোকন, রুহেল খান, সাংবাদিক নবীন সোহেল, আক্তার আহমদ শাহেদ, আব্দুস সালাম প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর