AM-ACCOUNTANCY-SERVICES-BBB

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশ্বনাথের যুবক নিহত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ৮ - ২০২১ | ৯: ০১ পূর্বাহ্ণ

IMG 20211108 085710

নিজস্ব প্রতিবেদক :: সিলেট-ঢাকা মহাসড়কের নাজির বাজার-কুরুয়া বাজারের মধ্যবর্তী এলাকায় মোটর বাইক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুবেল আহমদ (২৭) নামে বিশ্বনাথের এক যুবক নিহত হয়েছেন। তিনি বিশ্বনাথ পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের শাহজিরগাঁও গ্রামের মৃত আওলাদ আলীর ছেলে। রুবেল পেশায় একজন এক ট্রাক চালক। রবিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঘটনাটি ঘটে।

জানা যায়, রুবেল আহমদ মোটর বাইক চালিয়ে দয়ামীর অভিমুখে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে তার মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহত ট্রাক চালক রুবেল আহমদের জানাজার নামাজ আজ (সোমবার) সকাল ১১টায় শাহজিরগাঁও পঞ্চায়েতি কবরস্থানের সামনে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আরো সংবাদ